অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর চূড়ান্ত। চলতি বছরের জুনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া দল। ঢাকা ও চট্টগ্রাম হবে দুই টেস্টের ভেন্যু।
চলতি বছরের মে মাসে আয়ারল্যান্ড সফরের তিন ওয়ানডে ও চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি। একই সাথে প্রকাশ হয়েছে জুনে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের সূচিও।
ঘরের মাঠে আগামী জুন মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে চট্টগ্রামে মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে ১১ জুন থেকে।
তিন দিন বিরতির পর ১৯ থেকে ২৩ জুন মিরপুরে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ শুরুর আগে সফরকারীরা খেলবে একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ। প্রস্তুতি ম্যাচটির সূচি এখনও নির্ধারিত হয়নি।
অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের সূচিঃ
প্রথম টেস্ট- ১১-১৫ জুন- জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
দ্বিতীয় টেস্ট- ১৯-২৩ জুন- মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
এর আগে অস্ট্রেলিয়ার সঙ্গে চারদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
উল্লেখ্য, ২০১৭ সালে সর্বশেষ বাংলাদেশে টেস্ট খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। সেবার মিরপুরে অস্ট্রেলিয়াকে প্রথমবার হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ হয়েছিল ১-১ ড্র।