রাজধানীর মিরপুর এলাকায় রূপনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা লেগেছে। আজ বুধবার (১১ মার্চ) সকাল ৯ টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনা স্থলে এলে তারা ব্যর্থ হয়। তারপর আরও ৮ টি ইউনিট এলেও আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হচ্ছিল না।
পরে ফায়ার সার্ভিসের আরও ৫ টি ইউনিট যোগ দিলে মোট ১৬ টি ইউনিট নিয়ে আগুন নেভানোর কাজ চালায় ফায়ার সার্ভিস দল। কিন্তু কোনোভাবেই আগুন নিয়ন্ত্রনে না আনতে পাড়ায় বর্তমানে ২০ টি ইউনিট কাজ করছে সে বস্তিতে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে স্থানীয়দের কাছে জানা যায়, সে বস্তিতে প্রায় কয়েকশত ঘর বাড়ি আছে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরছে আশেপাশের ভবনেও।
ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, ‘সকাল পৌনে ১০টায় মিরপুরের রূপনগরের ‘ট’ ব্লকের বস্তিতে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তাৎক্ষণিকভাবে হতাহত এবং আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।’