নতুন করেই যে গতকালকে কেন্দ্রীয় চুক্তিতে থাকে খেলোয়ায়ড়দের তালিকা প্রকাশ করেছে বিসিবি। সেই তালিকা অনুযায়ী যে খেলোয়ায়ড়দের বেতন দেওয়া হবে। সেই তালিকা অনুযায়ী যে সবচেয়ে বেশি বেতন পেতে যাচ্ছেন তামিম।
নতুন চুক্তিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাবেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। জানা গেছে তার পারিশ্রমিক হতে যাচ্ছে ৬ লাখ টাকা। সেই সাথে অধিনায়কত্ব ভাতা হিসেবে পাবেন বাড়তি ৩০ হাজার টাকা।
এছাড়াও যে বাকী ক্রিকেটাররা বেতন পাবেন তাদের গ্রেড অনুযায়ী। একেক জন ক্রিকেটারের গ্রেড অনুযায়ী বেতন পাবেন সবাই।বাদ পড়া ৭ জন ক্রিকেটার হলেন, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, রুবেল হোসেন, ইমরুল কায়েস, সাদমান ইসলাম, খালেদ আহমেদ,ও আবু হায়দার রনি। নতুন করে তালিকাভুক্ত হয়েছেন আফিফ হোসেন ধ্রুব ও নাইম শেখ।
সকল ফরম্যাটে যারা চুক্তিভুক্তঃ- লিটন কুমার দাশ, নাজমুল হোসাইন শান্ত, মোহাম্মদ মিথুন, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ।
শুধু মাত্র টেস্টে চুক্তিভুক্তঃ- আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, মমিনুল হক, নাইম হাসান।
শুধু মাত্র ওয়ানডে ও টি-টোয়েন্টিতে চুক্তিভুক্তঃ- মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাইম শেখ।
এক নজরে দেখে নেওয়া যাক সকল ক্রিকেটারের গ্রেডঃ এ: ৩ লাখ টাকা ,বি: ২ লাখ টাকা
সি: দেড় লাখ টাকা,ডি: এক লাখ টাকা।
