Breaking News

মাশরাফিকে নিয়ে পাপন্দার পল্টিবাজী

অধিনায়কত্ব ছাড়ার পর এই প্রথম মাশরাফিকে নিয়ে কথা বলেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। রোববার (৮ মার্চ) নতুন অধিনায়কের নাম ঘোষণার সময় তিনি মাশরাফির প্রশংসার পাশাপাশি দলে ঢুকতে হলে তাকে যে কঠিন পরীক্ষা দিতে হবে, এ নিয়ে কথা বলেন।

বিসিবি সভাপতি বলেন, ‘মাশরাফিকে আর এসবের মধ্যে টানাই উচিত নয়। ২০১৪ সালে যখন ওকে অধিনায়ক করা হয়, ইনজুরির কারণে স্কোয়াডের বাইরে ছিল। একটি সুনির্দিষ্ট কারণে তাকে অধিনায়ক করা হয়েছিল। তার ওপর একটি দায়িত্ব ছিল, বিশ্বাস ছিল, আস্থা ছিল। এবং সে অসাধারণভাবে করেছে। যতটুকু সাফল্যই দেশের ক্রিকেটে এসেছে, ওকে ছাড়া সম্ভব হতো না। সে তার দায়িত্ব দারুণভাবে পালন করেছে। এটি নিয়ে কোনো সন্দেহ নেই।’

অধিনায়কত্ব ছাড়লেও খেলা ছাড়েননি মাশরাফি। তার সামনে এবার চ্যালেঞ্জ বোলার হিসেবে দলে জায়গা ধরে রাখার। নাজমুলের মতে, এই চ্যালেঞ্জ খুবই কঠিন। তবে মাশরাফি বলেই শেষ কথা বলা কঠিন।

‘খেলোয়াড় হিসেবে বললে, সব খেলোয়াড়ের সময় থাকে, ফর্ম থাকে, বয়সের ব্যাপার থাকে, অবসরের ব্যাপার থাকে। ও খেলার মধ্যে থাকতে চায়, খুব ভালো। আমরা স্বাগত জানাই। কিন্তু অন্য ক্রিকেটারদের মতো ওকে প্রতিদ্বন্দ্বিতা করেই আসতে হবে। তা না হলে দলে জায়গা পাওয়া অনেক কষ্ট হয়ে যাবে তার।

‘আমার মনে হয় না, ও নিজেই মনে করে যে পুরোপুরি ফিট। তবে আমি নিশ্চিত, ও অসম্ভব জেদি, পেছনে হটার লোক নয়। ও যদি মনে করে ‘আমি খেলব ও জাতীয় দলে ঢুকব’, আমি অবাক হব না, যদি দেখি ও সেরা বোলার হিসেবে খেলছে।’

Check Also

এক সুনিল ছেত্রীর কাছেই হেরে গেল বাংলাদেশ

২০২২ বিশ্বকাপ আর ২০২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের লড়াইয়ে আজ কাতারের দোহায় মুখোমুখি হয়েছিল বাংলাদেশ আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *