Breaking News

জামায়াত আমিরের ১৩ মার্চ বিশেষভাবে দোয়ার আহ্বান

করোনা ভাইরাসের বিস্তৃতি ও এর হাত থেকে দেশ ও জাতিকে হেফাজত করার জন্য মহান আল্লাহর কাছে দোয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান ৯ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বিস্তৃতিতে আমরা উদ্বিগ্ন। বাংলাদেশেও এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রচারিত হয়েছে। ফলে জনগণের মধ্যে ব্যাপক উৎকন্ঠা বিরাজ করছে। বিপদ-আপদ আল্লাহর পক্ষ থেকে আসে আর আল্লাহই তা নিরাময় করেন। মহান আল্লাহ ঘোষণা করেছেন,

‘যখন মুমিনগণ বিপদে পতিত হয়, তখন বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো।’ (বাকারা-১৫৫) বিবৃতিতে বলা হয়, যেকোনো রোগব্যাধি ও অসুখ থেকে নিজেদেরকে মুক্ত রাখার ব্যাপারে কতগুলো বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হয়। করোনা ভাইরাস থেকেও নিরাপদ থাকার জন্য চিকিৎসা বিজ্ঞানীরা ইতোমধ্যে কিছু পরামর্শ দিয়েছেন। এসব সতর্কতামূলক পরামর্শগুলো মেনে চলার ব্যাপারে আমরা দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করছি :

 হাঁচি অথবা কাশি দেওয়ার সময় অবশ্যই টিস্যু দিয়ে নাক-মুখ ঢেকে রাখা।
 ঠাণ্ডা লাগা বা কাশি হওয়া রোগীদের সংস্পর্শে আসার সময় সতর্কতা অবলম্বন করা।
 জীবন্ত বন্য অথবা ফার্মের গবাদি পশুর সংস্পর্শ এড়িয়ে চলা।
 সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে খুব ভালোভাবে হাত পরিষ্কার রাখা।
 গোশত ও ডিম খাবার সময় ভালোভাবে সিদ্ধ করা।
 প্রচুর পরিমাণ ফলের রস ও পানি পান করা।
 মুখে মাস্ক ব্যবহার করা। এতে বলা হয়, কোনো ধরনের দুরারোগ্য ব্যাধি দেখা দিলে নবী করিম (সাঃ) আল্লাহর কাছে ধরণা দিতেন ও দোয়া করতেন, হে আল্লাহ! অবশ্যই আমি তোমার নিকট শ্বেত, উন্মাদনা, কুষ্ঠরোগ এবং সকল প্রকার দুরারোগ্য ব্যাধি হতে আশ্রয় প্রার্থনা করছি। (আবু দাউদ-১৫৫৪)

বিবৃতিতে ডাঃ শফিকুর রহমান বলেন, করোনা ভাইরাসের আতঙ্কে দিশেহারা না হয়ে অন্যায়, অসৎ ও গর্হিত কাজ থেকে মুক্ত থেকে মহান আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করা দরকার। আগামী ১৩ মার্চ শুক্রবার দেশের আলেম-ওলামা ও সর্বস্তরের জনগণকে করোনা ভাইরাসসহ সকল প্রকার ব্যাধি থেকে দেশ ও জাতিকে হেফাজত করার লক্ষ্যে আমি মহান আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করার জন্য আহ্বান জানাচ্ছি। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

Check Also

Police arrests Jamalpur district Ameer and 13 other party activists; Acting Secretary General of BJI condemns

Acting Secretary General of Bangladesh Jamaat-e-Islami Maulana ATM Masum has issued the following statement on …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *