Breaking News

মানব সভ্যতা এপ্রিলেই ধ্বংস হবে!

পৃথিবী ধ্বংস হতে পারে। এই খবর মাঝে মাঝেই ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। তবে এবার সত্যিই হয়ত ধ্বংস হতে পারে মানবসভ্যতা। এমনই সতর্ক বানী জানিয়েছে খোদ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসা জানিয়েছে, একটি গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়তে পারে। তা ঘটলে কয়েক মুহূর্তে ধ্বংস হয়ে যাবে মানবসভ্যতা।

ব্রিটেনের এক্সপ্রেস নিউজ-এর খবর অনুযায়ী, নাসা জানিয়েছে, এই গ্রহাণুটি আয়তনে ৪ কিলোমিটার। প্রতি ঘন্টায় ৩১ হাজার ৩২০ কিমি গতিতে এগিয়ে আসছে পৃথিবীর দিকে। এই গতিতে এগিয়ে আসতে থাকলে ২৯ এপ্রিল পৃথিবীর কাছে চলে আসবে।

নাসা জানায়, পৃথিবীর খুব কাছে আসবে গ্রহাণুটি। কোনোভাবে পৃথিবীর সাথে সংঘর্ষ হলে গোটা মানবসভ্যতা কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যাবে। নাসা-র বিজ্ঞানীরা বলছেন, প্রতি ১০০ বছরে ৫০ হাজারের মধ্যে ১ বার পৃথিবীতে গ্রহাণু আছড়ে পড়ার সম্ভাবনা থাকে। যদি এই গ্রহাণুটি পৃথিবীতে আছড়ে পড়ে, তা হলে মানবসভ্যতা শেষ হয়ে যাবে।

ইন্টারন্যাশনাল গ্রুপ অফ অ্যাস্ট্রোনমারস-এর সদস্য ব্রুস বেটস বলেন, ছোট ছোট গ্রহাণু মাঝে মাঝে পৃথিবীর কাছে আসে৷ অ্যাটমোস্ফিয়ারেই ধ্বংস হয়ে যায় সেগুলো। কিন্তু এই গ্রহাণুটি বড়। ২০১৮ সালেও একটি বড় গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল৷ তবে সেটি কান ঘেঁষে বেরিয়ে যায়।

এই মুহূর্তে গ্রহাণুটি পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যতটা, তার চেয়ে ১৬ গুণ বেশি দূরে রয়েছে। ব্রেটসের ভাষায়, ‘কিছু গ্রহাণু পৃথিবীর কাছাকাছি ঘুরে বেড়াচ্ছে৷ তবে সেগুলির পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা কম।’সূত্র: নিউজ১৮

Check Also

আফগানে স্থিশীলতা চায় জামায়াত

ভ্রাতৃপ্রতিম দেশ আফগানিস্তানে তিন যুগের অধিক সময় ধরে চলে আসা অস্থিরতা, সহিংসতায় জান-মাল, ইজ্জত-আব্রুর সীমাহীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *