Breaking News

ভারতে দ্রুত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

ভয়াবহভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। কোনো বাধাতেই করোনা ঠেকানো সম্ভব হচ্ছে না।

এদিকে ভারতেও রীতিমতো থাবা বসাতে শুরু করেছে করোনা ভাইরাস। বুধবার (০৪ মার্চ) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানান, এখন পর্যন্ত ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সূত্র: আনন্দবাজার

আক্রান্তদের মধ্যে ইতালীয় পর্যটক দলের ১৬ জন রয়েছেন। এদিকে তাদের সঙ্গে থাকা ভারতীয় গাড়িচালকও আক্রান্ত হয়েছেন।

ইতালীয় পর্যটকের ওই দলটিকে দিল্লির একটি হাসপাতালে আলাদা করে রাখা হয়েছে। মোট ২৩ জনের ইতালীয় পর্যটকদের একটি দল ফেব্রুয়ারি মাসে ভারতে আসেন।

ওই দলটি রাজস্থান ভ্রমণে যান। মঙ্গলবার (০৩ মার্চ) তাঁদের মধ্যে এক জনের রক্তে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। তিনি আপাতত জয়পুরে রয়েছেন।

এছাড়া আগরার ছয় জন, দিল্লি এবং হায়দ্রাবাদে একজন করে আক্রান্ত হয়েছেন। ওই তালিকায় রয়েছেন কেরালার তিন জন রয়েছেন। তবে তারা আগেই ভাইরাসমুক্ত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

Check Also

৫টি সব্জি সম্পর্কে সাবধান! বেশি খেলেই বিপদ ডেকে আনবেন

সুস্থ থাকতে গেলে রোজকার খাদ্যতালিকায় শাক-সব্জি বেশি রাখার পরামর্শ দেন চিকিৎসকেরা। শাক-সব্জি খেলে নানা রকম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *