প্রাণঘাতী করোনাভাইরাসে বিচ্ছিন হয়ে আছে চীন। দীর্ঘ তিন মাস ধরে চীনের সঙ্গে সব ধরনের যোগাযোগ আপাতত বন্ধ রেখেছে বিশ্ব।
ভাইরাসটি চীনের সীমান্ত পেরিয়ে এখন ৫৬টি দেশে বিস্তার লাভ করেছে। করোনার থাবা পড়েছে পাকিস্তান ও পার্শ্ববর্তী দেশ ভারতেও।
তবে বাংলাদেশে এখন পর্যন্ত কেউ করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়নি। এ ঘটনার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
সোমবার ভোরে এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। তিনি লিখেছেন, ’নিউজিল্যান্ড থেকে ব্রাজিল অবধি চলে গেছে। ভারত, পাকিস্তান, নেপালে এসেছে। কিন্তু বাংলাদেশে আসেনি!
বিশ্বাস হয়? এটি শনাক্ত করার সামর্থ্য বা সদিচ্ছা দুটোর একটাও সরকারের আছে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। এমনকি এ আশংকাও হয় যে করোনার প্রমাণ যদি পাওয়াও যায়,
১৭ মার্চ উদযাপন ব্যাহত হওয়ার আশংকায় কিছুদিন চেপে রাখা হতে পারে এটি। আশা করি আমার আশংকা মিথ্যে প্রমাণিত হবে। বাংলাদেশ সত্যি থাকবে করোনামুক্ত।’