Breaking News

অভিষেক হচ্ছে দুজনের, যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলােদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচের মধ্য দিয়ে প্রায় আট মাস পর লাল সবুজের জার্সি গায়ে খেলবেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি মোর্ত্তজা। টাইগাররা নামতে পারে একাদশে তিন পেসার নিয়ে, অভিষেক হতে পারে আফিফ-নাঈমের।

আজ রোববার দুপুর ১টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। মাশরাফির সঙ্গে পেস আক্রমণে দেখা যেতে পারে মোস্তাফিজুর রহমান ও দীর্ঘদিন পর দলে ফেরা সাইফউদ্দিনকে। স্পিনে থাকছেন মেহেদী মিরাজ, তাকে সঙ্গ দিতে পারেন আফিফ হোসেন। অন্যদিকে মোহাম্মদ নাঈমেরও অভিষেক হতে পারে।

শান্তকে না খেলালে মোহাম্মদ নাঈমও সেরা পছন্দ। নাঈম-আফিফ দুজনেই প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন।নাঈম-আফিফদের দলে নেওয়া নিয়ে মাশরাফি বলেন, ‘আসলে এটা নিয়ে তো সেভাবে আলোচনা হয়নি। সবাই অনুশীলনের মধ্যে আছে। এটা নিয়ে কোচের একটা পরিকল্পনা আছে। কোচের পরিকল্পনাকে আমার সর্বোচ্চ গুরুত্ব দেওয়াটা খুব জরুরি

কারণ সে নতুন এসেছে। কিছু প্লেয়ারকে সেট করতে চাইবে। খুব স্বাভাবিক। তাকে এই সহযোগিতা সবার করতে হবে। আর নতুন ক্রিকেটার খেলবেন কিনা সেটা নিয়ে আলোচনা হয়নি। ম্যানেজমেন্টের সঙ্গে যখন বসব-তখন দেখব তাদের চিন্তাভাবনা কী আছে।’

উইকেটে হালকা ঘাস থাকতে পারে। সেক্ষেত্রে নিঃসন্দেহে উইকেট হবে পেস সহায়ক। গতকাল উইকেট দেখে অধিনায়ক বলেন, ‘উইকেট এখনো মনে হচ্ছে ঘাস আছে। অথবা কাটতে বলেছে। অনুমান করা কঠিন। ওয়েস্ট ইন্ডিজের সাথে শেষ ওয়ানডে এখানে যখন খেলেছিলাম। তখন অনেক স্লো ছিল। ডিউয়ের সময় ছিল।

তখন রাতে সহজ ছিল ব্যাটিং। রাতে ডিউ কেমন থাকবে এখন জানি না। গরম তো চলেই এসেছে। এটার ওপরে নির্ভর করছে। কাল আসলে (আজ) একটা পরিষ্কার চিত্র পাওয়া যাবে। আউটফিল্ড এবং উইকেট মনে হচ্ছে সেম। তো ঘাসটা কাটবে। এখন কতটুকু কাটবে এসব দেখতে হবে।’

বাংলাদেশের সম্ভাব্য একাদশমাশরাফি মোর্ত্তজা, তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, নাজমুল হোসেন শান্ত, মেহেদি মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

Check Also

এক সুনিল ছেত্রীর কাছেই হেরে গেল বাংলাদেশ

২০২২ বিশ্বকাপ আর ২০২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের লড়াইয়ে আজ কাতারের দোহায় মুখোমুখি হয়েছিল বাংলাদেশ আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *