Breaking News

মুসলমানদের উপর আঘাত না করার অনুরোধ জানালেন ভারতীয় ক্রিকেটাররা

ভারতে মুসলিমবিরোধী স’হিংসতা নতুন কিছু নয়। অনেকদিন ধরেই চলছে। এবার সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থক ও বিরোধীদের মধ্যে দিল্লির উত্তরপূর্বের মৌজপুরে ব্যাপক সং’ঘর্ষ হয়েছে। এর ফলে ইতিমধ্যেই ৩৭ জনের মৃ’ত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম হয়েছেন আরও ২০০ জনের বেশি মানুষ।

ভয়ঙ্কর এই পরিস্থিতি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় দলের সাবেক ওপেনার ওপেনার বীরেন্দ্র শেবাগ, হরভজন সিং, যুবরাজ সিং ও বর্তমান জাতীয় দলের সহ অধিনায়ক রোহিত শর্মা।

সামাজিক যোগাযোগ-মাধ্যমে টুইট করে শেবাগ লিখেছেন, ‘দিল্লিতে যা হচ্ছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সকলের কাছে আমার আবেদন, শান্ত থেকে দিল্লিতে আবার শান্তি ফিরিয়ে আনতে হবে। যে কোনও ধরনের আঘাত বা ক্ষতি এই মহান দেশের রাজধানীর মুখে কালিমা লেপন করে দিচ্ছে।’’

যুবরাজ সিং টুইটারে বলেন, ‘দিল্লিতে যা ঘটছে, তা হৃদয়বিদারক। সাধারণ মানুষের কাছে অনুরোধ, আপনারা অবিলম্বে দাঙ্গা বন্ধ করুন। শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনা হোক দিল্লিতে। আশা করি, প্রশাসন দ্রুত কোনও উপায় বের করবে এই পরিস্থিতি সামলানোর।’

রোহিত শর্মা টুইটারে লিখেন, ‘এমন ঘটনা দিল্লিতে কাম্য নয়। আশা করি দ্রুতই সব নিরপেক্ষ অবস্থানে আসবে।’

এদিকে, সাবেক অফ স্পিনার হরভজন সিং যেন আরও বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন। ঘটনার সময়কার কিছু ছবি পোস্ট করে তিনি টুইটারে লিখেন, ‘আপনজনেরাই আপনজনদের আঘাত করছো? আমি সবাইকে অনুরোধ করি দয়া করে কেউ কাউকে আঘাত করবেন না।’

Check Also

এক সুনিল ছেত্রীর কাছেই হেরে গেল বাংলাদেশ

২০২২ বিশ্বকাপ আর ২০২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের লড়াইয়ে আজ কাতারের দোহায় মুখোমুখি হয়েছিল বাংলাদেশ আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *