Breaking News

খালেদা জিয়ার জন্য অঝোরে কাঁদলেন আইনজীবীরা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি ঘিরে আদালত এলাকায় কড়া নিরাপত্তা রাখা হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে আদালত এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে।

এ উপলক্ষে সুপ্রিম কোর্ট এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল থেকেই সুপ্রিম কোর্টের মাজার গেইটের প্রবেশপথে তল্লাশি করা হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মানুষকে সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করতে দিচ্ছে পরিচয়পত্র পরীক্ষা করে।

আদালত সূত্রে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনটি দিনের কার্যতালিকার এক নম্বর তালিকায় রয়েছে।

সরেজমিনে দেখা যায়, সুপ্রিমকোর্টের নিরধারিত আইনজীবী ছাড়া, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিক সবাইকেই পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

জানতে চাইলে পুলিশের রমনা অঞ্চলের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান ব্রেকিংনিউজকে বলেন, খালেদা জিয়ার জামিন শুনানি ঘিরে সুপ্রিমকোর্ট এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের অতিরিক্ত পুলিশ সুপ্রিমকোর্টে কোর্টের এলাকায় মোতায়েন রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সদা প্রপ্সতুত।

Check Also

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস। তিনি বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, ভাষা আন্দোলনের নেতা, ডাকসুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *