ভারতের রাজধানী দিল্লিতে মুসলিম বিরোধী দাঙ্গার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের রাষ্ট্রপতি ও মুসলিম বিশ্বের বেতাজ সুলতান রজব তৈয়্যব এরদোগান। তুরস্কের এনিউজ এ সংবাদ জানিয়েছে।
ভারতের রাজধানী নয়া দিল্লিতে সাম্প্রতিক নাগরিকত্ব বিল বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ করে কট্টরপন্থী সন্ত্রাসীরা। এতে অন্ততঃ ৩৩ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।
আজ তুরস্কের রাষ্ট্রপতি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। আঙ্কারাতে একটি টেলিভিশন বক্তব্যে তিনি এদিন বলেন , ” ভারতবর্ষ বর্তমানে এমন একটি দেশে পরিণত হয়েছে যেখানে গণহত্যা ব্যপকহারে ছড়িয়ে পড়েছে।” তিনি আক্ষেপ করে বলেন, “(এটা) মুসলিমদের গণহত্যা। কাদের দ্বারা হচ্ছে? হিন্দু (উগ্রবাদী) দের দ্বারা!”
উল্যেখ্যঃ ভারতের নয়া দিল্লিতে এই মুসলিম গণহত্যার গতকাল থেকে কমে আসার খবর পাওয়া গেছে। এই গণহত্যার বিষয়ে রাষ্ট্রসংঘ ও আওয়াজ তুলেছে। এদিকে এই গণহত্যার জন্য শাসক দলকে দায়ী করেছে কিছু ভারতীয় বিরোধীপক্ষ। এদিকে ভারতের সাধারণ নাগরিক হিন্দু, শিখ নির্বিশেষে মুসলিমদের পাশে দাঁড়িয়েছে।