Breaking News

লক্ষণ অপ্রকাশিত থেকেও করোনায় আক্রান্ত তরুণী

চীনের এক তরুণীর শরীরে রোগের কোনো লক্ষণ প্রকাশ ছাড়াই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন চীনা বিজ্ঞানীরা। উহানের ২০ বছরের এক তরুণী করোনাভাইরাস প্রাদুর্ভাব এলাকা থেকে ৬৭৫ কিলোমিটার উত্তরে আনিয়াং ভ্রমণে যান।

সেখানে সেই তরুণীর মাধ্যমে তার পরিবারে পাঁচ সদস্য করোনাভাইরাসে সংক্রামিত হয়েছে যদিও ওই তরুণীর শরীরে কখনো ভাইরাস আক্রান্তের কোনো লক্ষণই দেখা যায়নি।ঝেংঝো ইউনিভার্সিটি এন্ড কলেজের পিপলস হাসপাতালের ডা. মইয়ুন ওয়াং ও তার সহকর্মীদের প্রতিবেদন অনুসারে,

ওই তরুণীর স্বজনরা অসুস্থ হওয়ার পর চিকিৎসকরা তার শরীরে আলাদাভাবে ভাইরাস পরীক্ষা করেছিলেন। প্রাথমিকভাবে তার টেস্টের ফলাফল নেগেটিভ আসলেও, পরবর্তীতে তার শরীরে করোনাভাইরাস ধরা পরে।

আমেরিকার মেডিকেল সংস্থার জার্নালের প্রকাশিত কেসস্টাডির বরাতে জানা যায়, মোট পাঁচ জন আত্মীয় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে কিন্তু ১১ ফেব্রুয়ারি পর্যন্তও ওই তরুণীর শরীরে কোনো লক্ষণ দেখা যায়নি। তার বক্ষ পরীক্ষা স্বাভাবিকসহ জ্বর, কাশি বা শ্বাস কষ্টের কোনো লক্ষণও দেখা যায়নি। আলজাজিরা।

Check Also

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা বয়স্ক মানুষের শরীরে করোনা প্রতিরোধে ৮০ ভাগ কার্যকর।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা বয়স্ক মানুষের শরীরে করোনা প্রতিরোধে ৮০ ভাগ কার্যকর। আর গুরুতর অসুস্থতা বা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *