Breaking News

ভাষা আন্দোলনের বিজয়ের ধারা জাতীয় জীবনের সকল ক্ষেত্রে অব্যাহত রাখতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিলেট মহানগরীর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন- ভাষা হচ্ছে আল্লাহ পদ্রত্ত নিদর্শন এবং আল্লাহকে চেনার মাধ্যম। তাই আল্লাহ এই নিদর্শন কেড়ে নেয়ার সাধ্য কারো নেই। বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর অন্যতম পুরনো এবং ঐতিহ্যবাহী ভাষা।

দেশ মাতৃকার গর্বিত সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন। এর মাধ্যমে বিশ্বের বুকে জীবন দিয়ে ভাষার স্বাধীনতা রক্ষার নতুন ইতিহাস আমরাই রচনা করেছি। ফলে বিশ্ববাসীর কাছে বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধি পেয়েছে। ভাষা আন্দোলনে শাহাদাতবরণকারী এবং এর সাথে জড়িত সকল ভাষা সৈনিকগণ আমাদের প্রেরণার উৎস।

ইতিহাসকে বিকৃত করে রাজনৈতিক আবরণ দিয়ে জাতির শ্রেষ্ট সন্তান কোন ভাষা সৈনিককে অবজ্ঞা করার সুযোগ নেই। ভাষা আন্দোলনে সিলেটের রয়েছে গৌরবোজ্জল ইতিহাস ও গুরুত্বপূর্ণ অবদান। তরুণ প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। জাতির যে কোন প্রয়োজনে দেশপ্রেমিক জনতার ইস্পাত কঠিন ঐক্য কিভাবে বিজয় ছিনিয়ে আনতে পারে এর উজ্জল দৃষ্টান্ত হলো ভাষার বিজয়।

এই বিজয়ের ধারা জাতীয় জীবনের সকল ক্ষেত্রে অব্যাহত রাখতে হবে। তিনি শুক্রবার মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াত আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সহকারী সেক্রেটারী ড. নুরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মো: আব্দুর রব, জামায়াত নেতা এডভোকেট আলিম উদ্দিন, মাওলানা আব্দুল মুকিত প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন- ভাষা আন্দোলনে শহীদদের শাহাদাতবরনে কবুলের জন্য আল্লাহর দরবারে মোনাজাত করতে হবে। বাংলা ভাষার পাশাপাশি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে অন্যান্য ভাষাও চর্চা করতে হবে। মহান ২১শে ফেব্রুয়ারীর শহীদানের রক্তের বিনিময়ের অর্জিত বাংলা ভাষার গৌরব রক্ষায় জাতিকে ভাষা আন্দোলনের চেতনায় ঐক্যবদ্ধ করতে হবে।

Check Also

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস। তিনি বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, ভাষা আন্দোলনের নেতা, ডাকসুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *