Breaking News

ময়মনসিংহে বিএনপির কর্মসূচিতে যাওয়ার সময় সড়কে নিহত ৪

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রঘুনাথপুর এলাকায় ঢাকাগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। শুক্রবার বিকালের এই সংঘর্ষে আরও ৫ যাত্রী আহত হন। হতাহতরা সবাই বিভিন্ন স্কুল ও কলেজশিক্ষার্থী।

২১ ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপির র‌্যালিতে অংশ নিতে যাচ্ছিলেন তারা। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, রহেলা গ্রামের সবুজ আহমেদ (১৮), সাকিব, বাঘমারার আরিফুল ইসলাম (১৮) ও নিশ্চিন্তপুরের সোহাগ মিয়ার ছেলে মিজান।

আহতরা হলেন, নিশ্চিন্তপুর গ্রামের আলমগীরের পুত্র লিমন, আবুল কাশেমের পুত্র শামীম, আলমগীর হোসেনের পুত্র ইমন, আতুয়াজঙ্গল গ্রামের আবদুল হামিদের পুত্র জাহাঙ্গীর ও শহীদের পুত্র হৃদয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলী আজগর বলেন, হতাহতরা বিএনপির কর্মী-সমর্থক।

হালুয়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা এমদাদুল হক বলেন, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুইযাত্রী নিহত হন।

এছাড়া এ দুর্ঘটনায় একই অটোরিকশার পাঁচ যাত্রী আহত হলে তাদের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে তিনি জানান।

Check Also

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস। তিনি বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, ভাষা আন্দোলনের নেতা, ডাকসুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *