Breaking News

দৌলতপুরে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

মানিকগঞ্জের দৌলতপুর ৩৫ পিস ইয়াবাসহ হাবিবুর রহমান রাজু (২৮) নামে এক ছাত্রলীগ নেতা ও আকাশ নামে এক কর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃত রাজু দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সমেতপুর গ্রামের কবির শেখের ছেলে। আর আকাশ মিয়া ছাত্রলীগ কর্মী।

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ভিক্টর ব্যানার্জি জানান, দৌলতপুর উপজেলার সমেতপুর গ্রামের কবির শেখের ছেলে হাবিবুর রাজু দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ রাজু ও আকাশ মিয়াকে আটক করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Check Also

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস। তিনি বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, ভাষা আন্দোলনের নেতা, ডাকসুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *