নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তান নারী ক্রিকেট দলকে ৫ রানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।
মূল পর্ব শুরুর একদিন আগে বৃহস্পতিবার গা গরমের এই ম্যাচে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নারী দল।
টসে জিতে ব্যাট করতে নেমে মুর্শিদা খাতুনের ৪৩ রানে ভর করে ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১১১ রান সংগ্রহ করে বাংলাদেশের নারীরা।
এদিকে পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৪১ রান করেন জাভেরিয়া খান। আলিয়া রিয়াজ ১৮ ও নিদা ডর ১৪ রান করেন। এছাড়া কেউই উল্লেখযোগ্য রান করতে সক্ষম হননি।
লাল-সবুজদের হয়ে ৩.৪ ওভারে ২২ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন জাহানারা আলম। খাদিজাতুল কুবরা তিনটি ও অধিনায়ক সালমা নিয়েছেন দুটি উইকেট।
আগামী ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল।