Breaking News

ছয় বিএসএফ সদস্যকে আটকের পর হস্তান্তর করল বিজিবি

চোরাকারবারীকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছয় সদস্য কুমিল্লায় অবৈধভাবে ঢুকে পড়েন। পরে বিজিবি সদস্যদের হাতে আটক হন বিএসএফের ওই সদস্যরা।

বহস্পতিবার সকাল ৯টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজলার রামচন্দ্রপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ এবং সালদা নদী বিওপি বিজিবি ক্যাম্পের ইনচার্জ মা. সামছুল হক জানান, বিএসএফ সদস্যরা ভারতের একজন চোরাকারবারীকে আটকর জন্য ধাওয়া করে। ওই চোরাকারবারী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিএসএফের সদস্যরাও অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদশের ২০০ গজ ভিতরে চলে আসে।

তারা জানান, তাদের দেখতে পায় টহলে থাকা বিজিবির সদস্যরা বিএসএফ সদস্যদেরকে আটক করে সালদা নদী বিওপি বিজিবি ক্যাম্পে নিয়ে আসে।

দুপুরে বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের ছয় সদস্যকে হস্তান্তর করা হয়।

Check Also

জামায়াত মহানগরী দক্ষিণ শাখার বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *