Breaking News
Home / আন্তর্জাতিক / ক্রেন ভেঙে ৩ সহকারী পরিচালক নিহত

ক্রেন ভেঙে ৩ সহকারী পরিচালক নিহত

‘ইন্ডিয়ান-২’ সিনেমার শুটিং চলাকালে ক্রেন ভেঙে পড়ে তিন সহকারী পরিচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১০ জন। বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির পুলিশ সূত্রের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে। নিহতরা হলেন- মধু (২৯), কৃষ্ণ (৩৪) ও চন্দ্র।

চেন্নাইয়ের কাছে ইভিপি ফিল্ম সিটিতে এই শুটিং চলছিলো। আচমকা শুটিং সেটে থাকা বিশাল আকৃতির ক্রেনটি ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইন্ডিয়ান’ সিনেমার সিকুয়েল নির্মাণ করছেন পরিচালক শঙ্কর। দুর্ঘটনার সময় অভিনেতা কমল হাসান পাশের কমপ্লেক্সে ছিলেন। ‘ইন্ডিয়ান ২’ সিনেমায় আরও অভিনয় করছেন রাকুল প্রীত সিং ও কাজল আগারওয়াল। দুর্ঘটনার সময় তারা স্পটে ছিলেন কি না সে বিষয়ে কিছু জানা যায়নি।

Check Also

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস ও ড. কামাল হোসেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কমলা হ্যারিস। নানা কারণে কমলা হ্যারিসকে নিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *