Breaking News

আবারও বাড়ল স্বর্ণের দাম

দেড় মাসের ব্যবধানে বাড়ল সোনার দাম। অলংকার তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহূত এ ধাতুর দাম আজ বুধবার থেকে প্রতি ভরি ১ হাজার ১৬৬ টাকা বাড়ছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে গতকাল নতুন এ মূল্য সম্পর্কে জানিয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয় বলে দাবি বাজুসের।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালো মানের অর্থাত্ ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৬১ হাজার ৫২৭ টাকা দরে।

গতকাল মঙ্গলবার পর্যন্ত এ মানের সোনার ভরি প্রতি বিক্রি মূল্য ছিল ৬০ হাজার ৩৬১ টাকা। পরবর্তী দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত ২১ ক্যারেটের সোনা ভরি প্রতি বিক্রি হবে ৫৯ হাজার ১৬৪ টাকা দরে। আগে এ মানের প্রতি ভরি সোনার বিক্রি মূল্য ছিল ৫৮ হাজার ২৮ টাকা। আর ১৮ ক্যারেটের সোনা ভরি প্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৫৪ হাজার ১১৭ টাকা। গতকাল পর্যন্ত এ মানের সোনার ভরি প্রতি দাম ছিল ৫৩ হাজার ১৩ টাকা।

Check Also

আজিজ মোহাম্মদ ভাইয়ের ব্যাংক হিসাব জব্দ

ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *