Breaking News

দলের কৌশল পরিবর্তন হয় কিভাবে, জানেন না পাপন!

ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স গ্রাফ পড়তির দিকে। লঙ্কা সফরে ওয়ানডে’তে হার, এরপর ঘরের মাঠে আফগানিস্তানের কাছে টেস্টে হার আর ধারাবাহিকভাবে ভারত ও পাকিস্তানেও ব্যর্থ। সব মিলিয়ে বেশ বাজে একটা সময় পার করছে বাংলাদেশ জাতীয় দল স্বীকার করে নিচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আর সেই সঙ্গে ম্যাচ নিয়ে দলের সাজানো কৌশল সম্পর্কেও তিনি নাকি অন্ধকারে জানিয়েছেন বিসিবি বস নিজেই।

বাংলাদেশ দলের শেষ কয়েক সিরিজের পারফরম্যান্স পর্যালোচনা করলে দেখা মেলে টপ অর্ডারের ব্যাটসম্যানরা ব্যাট করতে নামছেন মিডল অর্ডারে আবার কখনো কখনো দেখা মেলে লোয়ার মিডল অর্ডারে ব্যাট করতেও। আর এই বিষয়টি নিয়েই বেশ ক্ষুদ্ধ বিসিবি প্রেসিডেন্ট। এ ব্যাপারে পাপন বলেন, ‘বিশ্বকাপের শেষ ম্যাচ থেকেই এমন হচ্ছে। আর এরপর আফগানিস্তান সিরিজেও দেখি পুরো চেঞ্জ। ম্যাচের আগে আমি যে প্ল্যান সম্পর্কে জানতাম তার কিছুই হয়নি।’

দলের কৌশলে পরিবর্তন আসছে আর তা নিয়ে অন্ধকারে পাপন। সংবাদমাধ্যমের কাছে স্বীকার করে নিলেন অকপটে। পাপন বলেন। ‘আমরা দেখেছি যারা জীবনে উপরে (টপ অর্ডারে) খেলেনি, তাদের উপরে খেলানো হয়েছে। এটা অনেক বড় পরিবর্তন। এই জিনিসগুল হঠাৎ করে খেলার মধ্যে নেওয়া হয়। পাকিস্তানে টি-টোয়েন্টি আমি দেখতে গেলাম সেখানে দেখলাম ব্যাটিং অর্ডার পুরো পাল্টে গেছে। কোন ব্যাটসম্যান কোথায় খেলতে নামছে আমি যা জানতাম তার কিছুই হচ্ছে না। এই বিষয়গুলো নিয়েই আমি কথা বলেছি। তবে আমি ঠিক করছি না সেরা একাদশ কি হবে।’

দলের কৌশল নিয়ে অন্ধকারে পাপন সে ব্যাপারটা স্বীকার করে নেওয়ার পর পাপন জানালেন এখনো তিনি এ বিষয় সম্পর্কে কিছুই জানেন না। পাপন এ ব্যাপারে আরো বলেন, ‘এই যে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ হচ্ছে, এসব ম্যাচে আগে আমরা মূল দলের ব্যাটসম্যানদের দিতাম, তারা খেলত। তবে বোলারদের দিতাম না। আর এখনকার দল যদি দেখেন নতুন কিছু ব্যাটসম্যান সাইফ, শান্ত আছে। আমরা এদেরকে দিতে পারতাম। যেহেতু সামনের দিন গুলোতে তাদেরই জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে হবে। তাহলে নতুন ব্যাটসম্যানরা ওদের বোলিংয়ে একটু হলেও অভ্যস্ত হত, সাহস পেত। কিন্তু আমরা দেখলাম কেউ নাই। এটা একটু ভিন্ন। এই যে জিনিসগুলো সব অন্যরকম হচ্ছে। তারা এমনটা কীভাবে করতে পারে, আমাদের জানা দরকার।’

তবে দলের এমন আচমকা সিদ্ধান্তের পরিবর্তন পাপন যেমনটা জানেন না তেমনটাই জানেন না দলের ক্রিকেটাররাও। বিসিবি বস যোগ করেন, ‘এই চমকটা আমিও পাচ্ছি, খেলোয়াড়রাও পাচ্ছে। তাহলে সিদ্ধান্তগুলো নিচ্ছে কে? ডেকে বলে দেওয়া হয়েছে কে কি সিদ্ধান্ত নিচ্ছে। বেসিক সিম্পল আগের ফরমুলাতেই চলবে। ১৬ জনের স্কোয়াড নির্বাচকরা দিতে পারবেন। তারপর ১৬ হোক ১৩ হোক এখান থেকে কে সেরা একাদশে খেলবে তা নির্বাচন করবে অধিনায়ক ও কোচ। কিন্তু যে জিনিসগুলো হচ্ছে গেম প্ল্যান কি তা আমি আগের দিন জানতে চাই।’

Check Also

এক সুনিল ছেত্রীর কাছেই হেরে গেল বাংলাদেশ

২০২২ বিশ্বকাপ আর ২০২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের লড়াইয়ে আজ কাতারের দোহায় মুখোমুখি হয়েছিল বাংলাদেশ আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *