বুধবার মিরপুর শের এ বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে অধিনায়কের নাম ঘোষণা করেছেন। তিনি বলেন, বাংলাদেশ দলের নেতৃত্বে থাকছেন মাশরাফি বিন মুর্তজা।
তবে এই সিরিজ দিয়েই শেষ হবে অধিনায়ক মাশরাফি অধ্যায়। অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্তুজার শেষ সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ। নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা হবে পরবর্তী বোর্ড সভার পর।
উল্লেখ্য, বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে লর্ডসে বাংলাদেশের জার্সি গায়ে শেষবার নেমেছিলেন দেশের সফলতম অধিনায়ক। বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা থাকলেও চোটের কারণে যেতে পারেননি। এরপর আর ওয়ানডে খেলেনি বাংলাদেশ।