১৭ বছর পর মা বকুল বালাকে খুঁজে পেল তার ছেলে ঠাকুর কৃষ্ণ হাওলাদার। ১৭ বছর আগে তার ছোট মেয়েকে খুঁজতে গিয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যান তিনি।
পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকার তিতাস মোড় এলাকায় মাকে খুঁজে পান ছেলে ঠাকুর কৃষ্ণ হাওলাদার। বকুল বালার বাড়ি পটুয়াখালীর গলাচিপার তালবাড়িয়া গ্রামে। তার দুই ছেলে ও দুই মেয়েসন্তান রয়েছে।
বকুল বালার নাতি রিপনচন্দ্র হাওলাদার তিতাস মোড় এলাকায় বকুল বালাকে দেখে তার বাড়িতে খবর দেন। পরে ছেলে ঠাকুর কৃষ্ণ পটুয়াখালী এসে মাকে চিনতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন।
এর আগে ছোট মেয়ে আলো রানীকে বাপের বাড়িতে ফেলে রেখে চলে যায় তার স্বামী। স্বামীকে খুঁজতে গিয়ে নিরুদ্দেশ হন আলো। তারপর মেয়েকে খুঁজতে গিয়ে আর বাড়ি ফেরেনি মা বকুল বালা।
বকুল বালার ছেলে ঠাকুর কৃষ্ণ বলেন, মা নিখোঁজ হওয়ার পরে বিভিন্ন জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। তাকে খুঁজে পেয়ে আমি খুব খুশি। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।