Breaking News

আমার যা রঙ, আর চেহারাও সুবিধার নাঃ রুমিন ফারহানাকে বাণিজ্যমন্ত্রী

মঙ্গলবার বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে কোম্পানি (সংশোধন) বিল-২০২০ পাসের আগে আনিত জনমত যাচাই-বাছাই ও সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনা হয়। এসময় জাতীয় সংসদে দুই সংসদ সদস্যের বক্তব্যে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে।

সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘বাণিজ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আমি খুব পছন্দ করি।’ ‘উনি চমৎকার কথা বলেছেন। টাকা পাচার নিয়ে উনি (বাণিজ্যমন্ত্রী) একটি কথা বলেছেন–

মুশকিল হলো যতক্ষণ অপরের দিকে তাকিয়ে থাকব, ততক্ষণ পর্যন্ত আয়নায় নিজের মুখ দেখব না– এটিই স্বাভাবিক। বাণিজ্যমন্ত্রীকে অনুরোধ করব উনি যদি একটু আয়নার দিকে তাকান এবং গ্লোবাল ফাইন্যান্স ইউকিউটি রিপোর্ট দেখেন, তা হলে স্পষ্ট হয়ে যাবে টাকা পাচারের বিষয়টি কী?’

ব্যারিস্টার রুমিন ফারহানার এই মন্তব্যেরে সময় উপস্থিত সব সংসদ সদস্য জোরে হেসে ওঠেন।

এদিকে জবাবে রুমিন ফারহানার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ফ্লোর নিয়ে বলেন, মাননীয় সংসদ সদস্য আমাকে আয়নায় চেহারা দেখতে বলেছেন। আমার যা রঙ, চেহারাও আমার সুবিধার না। সেটি আমি খুব ভালো করেই জানি। আর টাকা পাচারের ব্যাপারে সরকার অত্যন্ত সচেতন।এ সময়ও সব সংসদ সদস্য অট্টহাসিতে ফেটে পড়েন।

Check Also

Following consecutive remands; Jamaat leaders were sent to jail

The Jamaat leaders, who were arrested from an organizational meeting on last 6th September, were …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *