Breaking News

আগামী মাসে বাংলাদেশে আসছেন নরেন্দ্র মোদি : পররাষ্ট্রমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য ভারতের প্র্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী মাসে বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। খবর ইউএনবি’র।

বুধবার রাজধানীর এক হোটেলে দুই দিনব্যাপী ‘ওআইসি রিফর্ম’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের বলেন, মোদির সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটি দ্বিপক্ষীয় বৈঠক হবে এবং এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

ভারতের প্রধানমন্ত্রীর সফরের আগে মার্চের প্রথম সপ্তাহে দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশে আসবেন উল্লেখ করে ড. মোমেন জানান, তারা শিগগিরই মোদির সফরের সঠিক তারিখ চূড়ান্ত করে ফেলবেন।

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটির একজন মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিগগির বাংলাদেশ সফর করবে। এ সময় হয়তো শ্রমবাজারের জন্য সুখবর আসতে পারে।

তিনি বলেন, এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ভালো বলতে পারবে।

Check Also

আফগানে স্থিশীলতা চায় জামায়াত

ভ্রাতৃপ্রতিম দেশ আফগানিস্তানে তিন যুগের অধিক সময় ধরে চলে আসা অস্থিরতা, সহিংসতায় জান-মাল, ইজ্জত-আব্রুর সীমাহীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *