Breaking News

জাতীয় ফল কাঁঠালের পাশাপাশি কচুরিপানা নিয়েও গবেষণা করতে কৃষি গবেষকদের আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে সোমবার দুপুরে রিসোর্স ডেভেলপমেন্ট ফোরামের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

গরু কচুরিপানা খেতে পারলে মানুষ কেন পারবে না! এমন হাস্যরসপূর্ণ কথা বলেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী জাতীয় ফল কাঁঠালের পাশাপাশি কচুরিপানা নিয়েও গবেষণা করতে কৃষি গবেষকদের আহ্বান জানান।

এসময় পরিকল্পনামন্ত্রী হাস্যরস করে বলেন, ‘কচুরিপানা নিয়ে কিছু করা যায় কিনা, কচুরিপানার পাতা খাওয়া যায় না কোনোমতে? গরু তো খায়। গরু খেতে পারলে আমরা খেতে পারব না কেন?’তার কথা শুনে অনুষ্ঠানে উপস্থিত সবাই হেসে ফেলেন। পরে মন্ত্রী হাসতে হাসতে বলেন, ‘এমনি একটা কথা বললাম।

তার ওই বক্তব্য পরে দেশব্যাপী সমালোচিত হয় ও ইস্যুতে পরিণত হয়। পরিকল্পনামন্ত্রীর এ বক্তব্যের ওপর ভিত্তি করে বক্তব্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। নিজের ফেসবুক পেজে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।আসিফ নজরুলের দেয়া স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো- ‘গরু, কচুরীপানা, মন্ত্রী ,পরিকল্পনা মন্ত্রী প্রশ্ন তুলেছেন, গরু কচুরিপানা খেতে পারলে মানুষ কেন পারে না?

আমার উত্তর হচ্ছে: গরু তো উদাম থাকে, আপনি কি তেমন থাকেন? থাকেন না! গরু মাঠেঘাটে পেশাব পায়খানা করে, আপনি করেন? করেন না! গরু ঘাস খায়, আপনি কি তা খান? না! গরু গোবর ত্যাগ করে, আপনি কি তা করেন? না! সবগুলোর উত্তর হবে না। কারণ আপনি গরু না। গরু কচুরিপানা খেলে তাই আপনাকে তা খেতে হবে না।

পরিকল্পনা মন্ত্রী, তারপরও যদি আপনার মনে হয় গরু পারে বলে মানুষেরও কচুরিপানা খাওয়া উচিত তা হলে আপনি টিভিতে লাইভে আসেন একদিন। গপগপ করে কিছু কচুরিপানা খেয়ে দেখান। তারপর না হয় আমাদেরকে এসব কথা বলেন।’

Check Also

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস। তিনি বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, ভাষা আন্দোলনের নেতা, ডাকসুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *