আসন্ন আইনজীবী তালিকাভুক্তি (এমসিকিউ) পরীক্ষার রোল নম্বর প্রকাশ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। মঙ্গলবার রাতে প্রবেশপত্র (রোল নম্বরসহ) সংগ্রহের বিষয়ে সংস্থাটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এতে বলা হয়, ঢাকা বারের পরীক্ষার্থীরা আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্টের হাইকোর্ট প্রাঙ্গণের নির্দিষ্ট বুথ থেকে তাদের প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন বারের পরীক্ষার্থীরা নির্দিষ্ট বুথ থেকে তাদের প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
এতে আরও বলা হয়, ১৯, ২০ ও ২২ ফেব্রুয়ারি প্রবেশপত্র সংগ্রহ করতে না পারলে ২৩ ফেব্রুয়ারি (রোববার) নির্দিষ্ট বুথ থেকে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০ ফেব্রুয়ারি সারা দেশে স্ব-স্ব বার পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
প্রবেশপত্র সংগ্রহের সময় রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।আগামী ২৮ ফেব্রুয়ারি আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।