Breaking News

ঝুঁকিতে একাধিক ক্রিকেটারের ক্যারিয়ার

সাদা পোষাকে ব্যর্থতা চলছেই। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে লজ্জার পরাজয়য়। ভারত টেস্টে তিন দিন লড়াই করতে না পারা এবং ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে গিয়ে কোনরকম প্রতিযোগিতা না করা। মুমিনুল হকদের এমন ব্যর্থতায় এবার কঠোর হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

দলে বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিয়ে জানিয়েছে কিছু অপ্রিয় সিদ্ধান্ত নেবার কথা।গতকাল সোমবার বিকেলে বিসিবিতে সাংবাদিকদের সাথে আলাপে নাজমুল হাসান পাপন টেস্ট দলের ব্যর্থতা প্রসঙ্গে বলেন, ‘এটা নিয়ে অবশ্যই বসে থাকব না। কাজ তো করতেই হবে।

শ্রীলঙ্কা সফর দেখেন, ত্রিদেশীয় সিরিজ, আফগানিস্তান টেস্ট, ভারতে টেস্ট সিরিজ, পাকিস্তান একই কথা। যত দিন যাচ্ছে, উন্নতির কোনো আভাস দেখছি না। এটা আমাদের ভাবনায় আছে।’

পাপন যোগ করেন, ‘আমি এগুলো থেকে একটু সরে আসতে চেয়েছিলাম, আপনাদের বারবার বলেছি। গত দুই বছর ধরে বলছি, আমি আগের মতো সম্পৃক্ত না। ওদের এতো দিনে শিখে যাওয়ার কথা। এখন মনে হচ্ছে না, এখন সব কিছুতেই সম্পৃক্ত হতে হবে এবং কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে।’

একই কথা উচ্চারিত হলো প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর মুখেও। আজ (মঙ্গলবার) সকালে নান্নু জানান, টেস্ট দল নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছেন তারা। প্রধান নির্বাচক জানান, ‘আগামী বৃহস্পতিবার আমরা বসবো। সেখানেই জিম্বাবুয়ের সাথে হোম সিরিজের দল নিয়ে কথা বলব।’

আর টাইগারদের ব্যর্থতায় জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে পড়তে পারে বেশকিছু ক্রিকেটার। এদের মধ্যে সবথেকে বেশি ঝুঁকিতে রয়েছেন সিনিয়র ক্রিকেটার মাহামুদউল্লাহ্‌ রিয়াদ। কারণ পাকিস্তান সফরসহ সবশেষ ভারত সফরেও নিজের উপস্থিতি টের পাওয়াতে পারেননি এই ক্রিকেটার।

এছাড়া স্বাভাবিকভাবেই ছিটকে যাচ্ছেন রুবেল হোসেন। দেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ হওয়ায় তিন পেসার খেলাবে না বিসিবি। আর পাকিস্তানের বিপক্ষে টেস্ট প্রত্যাবর্তনটা ভালো করতে পারেননি এই পেসার। অভিষিক্ত সাইফ হাসানও থাকবেন ঝুঁকিতে। যদিও সাদমান ইসলাম ইনজুরিতে থাকায় আরেকটি সুযোগ পেতে পারেন এই ওপেনার।

এছাড়া প্রশ্নবিদ্ধ তামিম ইকবাল, লিটন দাস, মোহাম্মদ মিঠুনের মতো ক্রিকেটার। মূল কথা পাকিস্তানের বিপক্ষে খেলা টেস্ট দল থেকে আসন্ন ২২ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে টেস্টে বিশাল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সেক্ষত্রে নতুন, তরুণ ক্রিকেটারদের দিকে ঝুঁকতে পারে বিসিবি।

বাংলা ইনসাইডার

Check Also

এক সুনিল ছেত্রীর কাছেই হেরে গেল বাংলাদেশ

২০২২ বিশ্বকাপ আর ২০২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের লড়াইয়ে আজ কাতারের দোহায় মুখোমুখি হয়েছিল বাংলাদেশ আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *