Breaking News

রেস্তোরাঁয় বার্গার বানিয়েছি, সিকিউরিটির কাজও করেছি: নওফেল

রেস্তোরায়ঁ বার্গার বানানোর কাজ করেছেন, এমনকি সিকিউরিটির কাজও করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।এসব কাজ করেছেন তিনি বিদেশে শিক্ষাজীবনের সময়ে। গত শনিবার সকালে চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে কোমলমতি শিক্ষার্থীদের সামনে অকপটেই এসব কথা জানালেন ব্যারিস্টার নওফেল।

এদিন শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস উদ্বোধন করেন নওফেল। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে নিজের শিক্ষাজীবন স্মৃতিচারণ করলেন নওফেল। বিদ্যা অর্জনে যে কষ্ট স্বীকার করতে হয় সে কথা জানান তিনি। মহৎ কোনো উদ্দেশ্যে কোনো কাজই ক্ষুদ্র নয় বলে জানান নওফেল।

শিক্ষার্থীদের এসব পরামর্শ দিয়ে শনিবার শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় আমি তিনটা চাকরি করেছি। আমি রেস্তোরায়ঁ বার্গার বানিয়েছি, সিকিউরিটির কাজও করেছি। সেই কাজের মধ্যে কোনো লজ্জা ছিল না। বিদেশে এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমাদের দেশে সন্তানদের এমন কষ্ট করতে হয় না।’

তিনি বলেন, আমি যে সেখানে এসব কাজ করেছি তা বলতে আমি দ্বিধাবোধ করি না। এতে আমার লজ্জাবোধ নেই। কারণ কোনো কাজকেই ছোট করে দেখি না আমি। ব্যারিস্টার নওফেল বলেন, বর্তমান সময়ে একজন বাসের ড্রাইভার যে অর্থ উপার্জন করেন, ‘অর্থনীতিতে অনেক এমবিএ পাস ছাত্রও চাকরি করে সে বেতন পায় না।

তাই লেখাপড়া শেষে বড় বড় চাকরি পাওয়ার চিন্তাকে সংকীর্ণ চিন্তা বলে মনে করি আমি।’এ বিষয়ে মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘পড়াশোনা শেষ করেই বড় বড় চাকরি পেতে হবে, আমাদের এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে।

শিক্ষাজীবন শেষ করে সাধারণ মানুষের মতো জীবনযাপন করারই শ্রেয়। এতে কোনো লজ্জা নেই। কোনো পেশাকে ছোট করে দেখা উচিত নয়।’ উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল।jugantor

Check Also

Police arrests Jamalpur district Ameer and 13 other party activists; Acting Secretary General of BJI condemns

Acting Secretary General of Bangladesh Jamaat-e-Islami Maulana ATM Masum has issued the following statement on …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *