Breaking News

পেছাল এসএসসি ও সমমানের পরীক্ষা

পূর্বনির্ধারিত এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়েছে। ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি একযোগে এই পরীক্ষা শুরু হবে।nশনিবার রাতে রাজধানীর হেয়ার রোডে নিজের বাসভবনে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

ইতিপূর্বে ৩০ ডিসেম্বর ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। ওইদিন সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা থাকায় এ নির্বাচন পেছানো হয়েছে। এ কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা পেছাতে হয়েছে।

এবারের এই পরীক্ষায় সারা দেশে নিয়মিত-অনিয়মিত মিলে মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন অংশ নেবে। এর মধ্যে ১০ লাখ ২২ হাজার ৩৩৬ ছাত্র ও ১০ লাখ ২৩ হাজার ৪১৬ ছাত্রী। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তত্ত্বীয় ও ৯ মার্চ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলার কথা ছিল।

কিন্তু এখন গোটা সময়সূচি পুনর্নির্ধারিত হবে।জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক যুগান্তরকে বলেন, ‘এখন নতুন করে পরীক্ষার সময়সূচি নির্ধারিত হবে। নতুন সময়সূচি আগামীকাল (রোববার) প্রকাশ করা হবে।’

Check Also

৫৬ হাজার শিক্ষক নিয়োগ হচ্ছে

অবশেষে ৫৬ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *