অভিনেত্রী নাতাশা স্টানকোভিচের সঙ্গে সম্প্রতি বাগদান সেরেছেন ভারতের ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। তাদের বাগদান নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে, ঠিক তখন ফের আলোচনায় উঠে এসেছে ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে আথিয়া শেঠির প্রেম প্রসঙ্গ।
তবে মেয়ে আথিয়ার সঙ্গে কে এল রাহুলের সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা সুনীল শেঠি। শোনা যাচ্ছে আথিয়ার সঙ্গে কে এল রাহুলের বন্ধুত্ব ক্রমেই গাঢ় হচ্ছে। তারা আরও বেশি করে একে অপরের সঙ্গে সময় কাটাতে চাইছেন।
সম্প্রতি একে অপরের সঙ্গে সময় কাটাতে বিদেশ ভ্রমণেও গিয়েছিলেন আথিয়া ও রাহুল। সম্প্রতি মেয়ের এই প্রেম নিয়ে বাবা সুনীল শেঠি বলেন, আমি এবং আমার স্ত্রী দুজনেই ছেলেমেয়েদের খুব ভালোবাসি।
আমার মনে হয় ক্যারিয়ারের থেকেও তাদের ব্যক্তিগত জীবনে সুখী হওয়াটা আরও বেশি করে দরকার। আর তাই সুনীলের এই কথা থেকে অনেকেই মনে করছেন, তিনি এবং তার স্ত্রী জামাই হিসাবে কে এল রাহুলকে পছন্দ করছেন। তথ্যসূত্র: এনডিটিভি।