তথ্য প্রযুক্তি আইনে সাংবাদিক এম জে কিবরিয়া চৌধুরীকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে রাজধানীর পল্টনস্থ দৈনিক জাতীয় অর্থনীতির পত্রিকা অফিস থেকে তাকে আটক করা হয়। কিবরিয়া চৌধুরী দৈনিক জাতীয় অর্থনীতির পত্রিকার সম্পাদক।
তার বিরুদ্ধে গত কয়েকদিন আগে সোনাইমুড়ি থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সামাদ।
তিনি বলেন, কয়েকদিন আগে কিবরিয়া চৌধুরীর বিরুদ্ধে আমার থানায় একটি মামলা হয়। মামলার কাগজ ঢাকায় পাঠানো হয়েছে। ওই মামলায় তাকে আটক করা হয়েছে। এদিকে কিবরিয়া চৌধুরীর স্ত্রী নাজমুন নাহার চৌধুরী গত রাতে দৈনিক ইনকিলাবকে জানান,
গতরাতে কিবরিয়া চৌধুরীকে অফিস থেকে আটক করে নিয়ে গেছে পুলিশ। এ সময় পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে।dailyinqilab.com