Breaking News
Home / বিনোদন / ভেঙে যাচ্ছে দেব-রুক্মিণী জুটি

ভেঙে যাচ্ছে দেব-রুক্মিণী জুটি

কলকাতার সিনেমার বহুল আলোচিত দেব-রুক্মিণী জুটি ভেঙে যাচ্ছে। রুক্মিণী এ পর্যন্ত যতগুলো সিনেমায় অভিনয় করেছেন, প্রতিটিরই নায়ক ছিলেন দেব। তবে তাদের সেই রসায়নে চিড় ধরেছে।

জানা গেছে, ‘সুইজারল্যান্ড’ নামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন রুক্মিনী। আর এ সিনেমায় রুক্মিণীর নায়ক হবেন আবির চট্টোপাধ্যায়। জিতের ‘অসুর’ সিনেমাটি মুক্তির পরেই শুরু হবে ‘সুইজারল্যান্ড’ ছবির শুটিং।

রুক্মিণীর সব ছবি বের হয়েছে দেবের প্রযোজনা সংস্থা থেকেই। ২০১৭ সালে দেবের বিপরীতে ‘চ্যাম্প’ ছবি দিয়ে অভিনয়ে হাতেখড়ি রুক্মিণীর। এর পর অনেক ছবি উপহার দিয়েছেন তারা।

সম্প্রতি দেবের জন্মদিনে রুক্মিণী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন– আমার একমাত্র হিরো দেব। এ পর্যন্ত রুক্মিণী যতগুলো সিনেমায় অভিনয় করেছেন, প্রতিটি ছবিরই নায়ক দেব। কিন্তু সুইজারল্যান্ডে সিনেমার মধ্য দিয়ে নতুন নায়ককে বেছে নিচ্ছেন রুক্মিনী।যুগান্তর

Check Also

ভাইরাল হওয়া নানা-নাতনির রহস্যময় বিয়ে, সেই শামু কারাগারে

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কুমিল্লায় নানা-নাতনির বিয়ের রহস্যের জট খুলেছে। বিয়ে পাগল সেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *