Breaking News

বিপিএলে জুটির রেকর্ড গড়লেন মিরাজ-শান্ত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি সপ্তম আসরের ২৪তম ম্যাচে জুটির রেকর্ড গড়েছেন খুলনা টাইগার্সের দুই ওপেনার মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত।শনিবার মিরপুর শেরেবাংলায় সিলেট থান্ডার্সের বিপক্ষে ১৫৮ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে

উদ্বোধনীতে ১২.২ ওভারে ১১৫ রানের জুটি গড়েন মিরাজ ও শান্ত। চলতি বিপিএলে উদ্বোধনীতে এটাই সর্বোচ্চ রানের জুটি। তবে যে কেনো উইকেটে চলতি বিপিএলে এটা দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি।

এর আগে খুলনার টাইগার্সের বিপক্ষে সিলেট থান্ডার্সের দুই ক্যারিবীয়ান ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার ও জনসন চার্লস দ্বিতীয় উইকেটে ১৫০ রানের জুটি গড়েছিলেন।তবে বিপিএল ইতিহাসে উদ্বোধনীতে এর আগে ২০১৩ সালে রেকর্ড ১৯৭ রানের জুটি গড়েছেন শাহরিয়ার নাফীস ও নিউজিল্যান্ডের ক্রিকেটার লো ভিনসেন্ট।

খুলনা রয়েল বেঙ্গলের হয়ে খেলা এই দুই ওপেনার দুরন্ত রাজশাহীর বিপক্ষে পুরো ২০ ওভার খেলে ১৯৭ রান করেছিলেন।ওই ম্যাচে ৬৯ বল খেলে ১২টি চার ও দুই ছক্কায় ১০২ রান করেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার শাহরিয়ার নাফীস আর ৫১ বল খেলে ৬টি চার ও ৮টি ছক্কায় ৮৯ রান করেন ভিনসেন্ট।

Check Also

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস। তিনি বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, ভাষা আন্দোলনের নেতা, ডাকসুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *