Breaking News

সবাইকে ছাড়িয়ে বিপিএলে সর্বোচ্চ রানের মালিক মুশফিক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক এখন মুশফিকুর রহিম। এ ক্ষেত্রে তিনি ছাড়িয়ে গেলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে। ‘বঙ্গবন্ধু’ বিপিএলের ১৫তম ম্যাচে শনিবার সিলেট থান্ডারের বিপক্ষে ১২ রান করে তামিমকে পেছনে ফেলেন খুলনা টাইগার্সের মুশফিক।

বিপিএল ইতিহাসে এ পর্যন্ত ৭৫ ম্যাচে অংশ নিয়ে ১২টি হাফ-সেঞ্চুরিনহ ১৯৩৬ রান করেছেন মুশফিক। আর ৬১ ম্যাচে একটি সেঞ্চুরি ও ১৭টি হাফ-সেঞ্চুরিতে ১৯৩৫ রান করেছেন তামিম। তামিমের চেয়ে ১ রানে এগিয়ে মুশফিক। চলমান বিপিএলে চারটি ম্যাচ খেলেছেন মুশফিক। আর তামিম খেলেছেন ৩টি।

জ্বরের কারনে ঢাকা প্লাটুনের হয়ে ১টি ম্যাচ মিস করেন তামিম। চট্টগ্রাম পর্বে তামিম খেলতে পারবেন কি-না, তা এখনও নিশ্চিত নয়। চট্টগ্রাম পর্বে ঢাকার এখনো দু’টি ও খুলনার একটি ম্যাচ রয়েছে। তাই চট্টগ্রাম পর্ব শেষে বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান কার থাকে, তামিম না-কি মুশফিকের সেটিই দেখার বিষয়।

বিপিএলের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান: খেলোয়াড় ম্যাচ ইনিংস রান গড় ,মুশফিকুর রহিম ৭৫ ৭১ ১৯৩৬ ৩৪.৫৭ ,তামিম ইকবাল ৬১ ৬০ ১৯৩৫ ৩৫.৮৩ ,মাহমুদুল্লাহ রিয়াদ ৭৮ ৭৪ ১৬৯৫ ২৫.৬৮, ইমরুল কায়েস ৭৪ ৭৩ ১৫৫৭ ২৩.৫৯ ,সাকিব আল হাসান ৭৬ ৭৫ ১৪৮৩ ২৫.১৩নয়া দিগন্ত

Check Also

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস। তিনি বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, ভাষা আন্দোলনের নেতা, ডাকসুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *