গত বৃহস্পতিবার কলকাতার পাঁচ তারকা একটি হোটেলে অনুষ্ঠিত হয় আইপিএল ১৩তম আসরের নিলাম। তারকা ক্রিকেটার হওয়া সত্ত্বেও নিলামে দল পাননি অনেকেই। সেই তালিকায় রয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম, কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানসহ আরো অনেকে।
এবারের নিলামে দল পাননি ভারতীয় তারকা ক্রিকেটার নুয়ান ওঝা। যিনি ভারতীয় এ দলের হয়ে দুরন্ত পারফর্ম্যান্স করেছিলেন। দল পাননি ভারতীয় তারকা ব্যাটসম্যান হনুমা বিহারী। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।
নিলামে দল পাননি ভারতীয় টেস্ট দলের অন্যতম ভরসা চেতেশ্বর পূজারা। আইপিএলে একাধিক রেকর্ড থাকা সত্ত্বেও দল পানি ভারতীয় সাবেক তারকা অলরাউন্ডার ইউসুফ পাঠান। তাকে দলে নেয়নি কোনো ফ্রাঞ্চাইজি। ভারতীয় দলে সাবেক হয়ে যাওয়া ঋদ্ধিমান সাহা, স্টুয়ার্ট বিন্নিরা দল পানি।
এছাড়া দল পাননি ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার বিনয় কুমার। নিলামে দল পাননি নিউজিল্যান্ডের কলিন মুনরো, ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেয়া তারকা ক্রিকেটার কার্লোস ব্রেথওয়েট ও অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।যুগান্তরের সৌজন্যে