স্টাফ রিপোর্টার ঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের মন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর দায়ে বেশকিছু আইডিধারীর পরিচয় শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থা।
২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলো এমন দু শতাধিক আইডি ,পেজ এবং ওয়েবসাইট শনাক্ত করে সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে সিআইডির মনিটরিং টিম।
গোয়েন্দা সূত্র থেকে জানা যায়, বিদেশে বসে অনেকে এসব আইডি এবং পেজগুলো চালায়। তবে বিভিন্ন তদন্তের মাধ্যমে তাদের নাম পরিচয় বের করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। দেশের বিভিন্ন স্থানের মতো চট্টগ্রামেও এমন কতিপয় ফেইসবুক আইডিধারীর পরিচয় শনাক্ত করেছে গোয়েন্দা পুলিশ। এদের মধ্যে সীতাকুন্ডের কাতার প্রবাসী আবছার হোসেন, সাতকানিয়ার সৌদি প্রবাসী আরিফুল হক, চট্টগ্রামের যুক্তরাজ্য প্রবাসী আলী শাহজাদাসহ প্রত্যেকের বাড়ি গিয়ে পরিচয় শনাক্ত করতে পেরেছেন পুলিশ।
তবে শুধু পরিচয় শনাক্ত করেই ক্ষান্ত হয়নি চট্রগ্রামের পুলিশ। জানা যায়, ফেইসবুকে সরকারের বিভিন্ন কর্মকান্ডের বিরুদ্ধে লেখালেখির কারণে ওই প্রবাসীদের পরিবারকে হুমকিসহ বিভিন্নভাবে হয়রানি এবং মানসিক নির্যাতন করছে স্থানীয় পুলিশ।
সিআইডি বলছে, গুজব ছড়ানোর ঘটনায় এ পর্যন্ত আটজনকে তারা গ্রেফতার করেছে। অন্যদের গ্রেফতার করতে বিভিন্ন এলাকায় অভিযান চলছে। এছাড়া সাইবার টহল জোরদার করা হয়েছে। গুজব রটনাকারীরা দেশ-বিদেশে যেখানে থাকুক তাদের আইনের আওতায় আনা হবে বলে জানায় সিআইডি