Breaking News

৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ডাউনিং স্ট্রিটে বিএনপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে ‘গনতন্ত্র হত্যা দিবস আখ্যায়িত করে গত ৫ জানুয়ারি বৃহস্পতিবার ব্রিটেনের প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়ে ১০ ডাউনিং স্ট্রিটের সামনে ব্যাপকবিক্ষোভ সমাবেশে করেছে যুক্তরাজ্য বিএনপি।
দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা এ বিক্ষোভ কর্মসূচিতে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিক্ষোব্দ নেতাকর্মীর শ্লোগানে এলাকা প্রকম্পিত হয়ে উঠে। এসময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন প্রদর্শন করে অবৈধ সরকারের ভোট চুরির প্রতিবাদ জানায়। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদের পরিচালনায়বিক্ষোভ সমাবেশে ব্রিটেনের বিভিন্ন জোনের নেতৃবৃন্দসহ , যুক্তরাজ্য যুবদল , স্বেচ্ছাসেবক দল, আইনজীবী ফোরাম , জাসাস ও মহিলা দলের শত শত নেতাকর্মীরা অংশ নেয়।

বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান,বলেন, আমাদের বিক্ষোভ শেখ হাসিনার চরম অমানবিক, অনৈতিক ও স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে।বাং লাদেশের জনগণতার অত্যাচার নির্যাতনের কারণে তাদেরগণতান্ত্রিক অধিকার পালন করতে পারছে না, তাই আমরা প্রতিাবদ জানাচ্ছি। ৫ জানুয়ারির অবৈধ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় ১৫৪ আসনে নিজেদের বিজয় দেখিয়ে গণতন্ত্রের কবর রচনা করে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বাকশাল কায়েম করেছে ন। তিনি অবিলম্বে সকল দলের ঐকমতের ভিত্তিতে একটি শক্তিশালী নিরেপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জোরদাবী জানান।


যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা যতোদিন অবৈধ ভাবে ক্ষমতা আঁকড়ে থাকবে ততোদিন আমরা তা র বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো । দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের জানমালের নিরাপত্তা ও দেশের শান্তি–শৃঙ্খলা রক্ষার জন্য যেসব বাহিনী রয়েছে তাদেরকে বিরোধী দল ও মতের নেতাকর্মীদের দমনের জন্য ব্যবহার করছেনশেখ হাসি না। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতা দখল করে প্রতিনিয়তমানবাধিকার লঙ্ঘন করছে শেখ হাসিনা। তাই গণতন্ত্রেরপাদপীঠ ব্রিটেনে তার বিরুদ্ধে আমরাবিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ চালিয়ে যাচ্ছি।
সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ বলেন, ক্ষমতা দখলেরপর থেকে এই ফ্যাসিস্ট সরকারবিরোধী দলে র নেতাকর্মীদেরহত্যা, গুম ও নির্যাতন চালাচ্ছেন তা ১৯৭১ সালের পাকবাহিনীরবর্বরতাকেও হার মা নায়। অত্যাচার ও নির্যাতনচালি য়ে কোনো সরকারই টিকে থাকতে পা রেনি আর শেখহাসিনাও পারবেনা। অবৈধ সরকার দুর্নীতির মাধ্যমে দেশে অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে ।বাংলাদেশের জনগণ তাকে টেনে হিঁচড়েক্ষমতা থেকে নামাবে।বক্তারা বলেন, আমাদের আন্দোলন সংগ্রাম চলছে চলবে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ ফিরে নাআসা পর্যন্ত । বর্তমান অবৈধ সরকার ক্ষমতাকে দীর্ঘ করতে বিরোধী দল ,সাংবাদিক, ও সুশীল সমাজের উপর উপরে গুম খুন নির্যাতন চালাচ্ছে।
বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেস্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সিনিয়র সহ–সভাপতি আব্দুল হামিদচৌধুরী, সহ–সভাপতি আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, যুক্তরাজ্য বিএনপির সহ–সভাপতি এম লুৎফর রহমান, মোঃ খালেদ মাহামুদ রাকিব, সাবেক শিবির নেতা সায়েম আহমেদ,মোঃ ফয়েজ উল্লাহ, আব্দুল কাদের জিলানী, ইস্ট লন্ডন বিএনপি নেতা মনজুরুল ইসলাম , মোঃ সাকোয়াত হোসেন, লন্ডন মহানগর বিএনপি‘র সহ সভাপতি নাসির ও গেয়াস উদ্দিন, নিউহ্যাম বিএনপির সহ সভাপতি মোহাম্মদ ইশতেখার হোসেন,আলহাজ্ব সিরাজ মিয়া, মাসুদ রানা, সহিদুল ইসলাম মামুন, সালমান সাদি,লন্ডন মহানগর যুবদলের যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, কামাল উদ্দিন, শরিফুজ্জামান চৌধুরী তপন,নাসিম আহমেদ চৌধুরি, হাসান মোরসেদ, শাহাদ আলম, আলহাজ সাদিক মিয়া, মেসবাউজ্জামান সোহেল,তানজিল  ইসলাম, ফেরদৌস আলম, আজমল হোসেন চৌধুরী জাবেদ, মোহাম্মদ মিজানুর রহমান ফরমান , কমিউনিস্ট পার্টি নেতা মোঃ ইলিয়াস শাহ্ ,যুক্তরাজ্য যুবদলের সাবেক আহ্বায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, কোষাধক্ষ্য আব্দুস সাত্তার, দপ্তর সম্পাদক নাজমুল হাসান জাহিদ,খসরুজ্জামান খসরু ,মোশাহিদ আলী তালুকদার, সাবেক শিবির নেতা নাওশীন মোস্তারী মিঞা সাহেব, আব্দুল হামিদ খান হেভেন, সায়েম আহমদ,তাজবির চৌধুরী শিমুল, শেরে এ সাত্তার, আবু নাসের শেখ প্রমুখ ।

Check Also

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস। তিনি বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, ভাষা আন্দোলনের নেতা, ডাকসুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *